বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বসুন্ধরা-বেক্সিমকো-এস আলমসহ সাত কোম্পানির শেয়ার স্থানান্তরে নিষেধাজ্ঞা ‘রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে নির্বাচনের সময় ঠিক করতে হবে’ হাত-পা বেঁধে শিক্ষর্থীকে ছাদ থেকে ফেলে হত্যা ‘ফাত্তাহ-১’ হাইপারসনিকসহ ইরানের অস্ত্রাগারের যেসব ক্ষেপণাস্ত্র রয়েছে ইসরায়েলে হামলা চালিয়ে ‘বড় ভুল’ করেছে ইরান, হুমকি নেতানিয়াহুর রংপুর মহানগর আ. লীগের সাবেক সহ-সভাপতি পান্না গ্রেফতার সিটি-আর্সেনালের জয়, সেল্টিককে গোলের বন্যায় ভাসালো ডর্টমুন্ড পাল্টা জবাবে ইরানের পারমাণবিক অবকাঠামোতে ইসরায়েলি হামলার ঝুঁকি নারায়ণগঞ্জে শামীম ওসমান ও আইভীসহ ৪০১ জনের নামে হত্যা মামলা মারা গেছেন আন্দোলনে গুলিবিদ্ধ অটোরিকশা চালক সুফিয়ান

হুমকির মুখে ইসরায়েলের অর্থনীতি

  • আপডেটের সময় : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪, ৯.৩৭ এএম
  • ২৩ টাইম ভিউ

১১ মাসের বেশি সময় ধরে চলা সংঘাতে ভাঙনের মুখে ইসরায়েলের অর্থনীতি। এমনটাই বলছেন দেশটির অর্থনীতিবিদরা। বেড়েছে ঋণ, বিপরীতে তেমন বাড়েনি আয়। বন্ধ হয়ে গেছে বহু ক্ষুদ্র ব্যবসা। হারাতে হয়েছে আন্তর্জাতিক বিনিয়োগ। বিশ্লেষকরা বলছেন, শিগগিরই যুদ্ধ না থামালে সামনে ভয়ংকর পরিস্থিতি দাঁড়াবে।

প্রতি বছর এই সময়টায় জেরুজালেমে পর্যটকদের উপচেপড়া ভিড় থাকে। একইসাথে ধর্মীয় গুরুত্ব, সমৃদ্ধ ঐতিহ্য আর দৃষ্টিনন্দন সৌন্দর্যের কারণে প্রায় সারা বছরই থাকে নানান দেশের পর্যটকদের আনাগোনা।

তবে, এখন প্রায় জনমানবহীন শহরটি। শহরের বেশীর ভাগ দোকানের দরজাতেই ঝুলছে তালা। প্রায় ১১ মাস ধরে চলা সংঘাতে এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের।

তারা জানান, জেরুজালেমে সবসময় বিদেশি পর্যটকদের আনাগোনা থাকতো। এখন কোনো পর্যটক নেই। পর্যটনকে কেন্দ্র করেই তো আয় আমাদের। আর কতদিন এসব চলবে জানা নেই।

সেখানের আইকনিক আমেরিকান কলোনি হোটেল থেকেও কর্মী ছাঁটাই করতে হয়েছে। যারা চাকরি হারান নি, তাদের বেতন কর্তন করা হয়েছে।

হোটেল কতৃপক্ষ জানিয়েছে, মাঝখানে কয়েক মাসের জন্য তারা হোটেল বন্ধ রাখতে চেয়েছিলো। তারপর সেই সিদ্ধান্ত বাতিল হয়। কিন্তু খরচ সামলাতে বাধ্য হয়ে কিছু কর্মী ছাঁটাই করতে হয় তাদের।

একই চিত্র দেখা গেছে ইসরায়েলের ব্যস্ততম বন্দর হাইফায়। আগে যেখানে দম ফেলার ফুরসত পেতো না কর্মীরা, সেখানে এখন একেবারেই শান্ত চারপাশ। কাটছে অলস সময়।

বিশ্লেষকরা বলছেন, চলমান হামাস-ইসরায়েল সংঘাতে ইসরায়েলি প্রতিষ্ঠানে বিনিয়োগে আস্থা হারিয়েছে আন্তর্জাতিক বিনিয়োগকারীরা। চলতি বছর ১৪ বিলিয়ন ডলারেরও বেশী কমেছে দেশটির জিডিপি।

বিপরীতে গত বছরের তুলনায় কয়েক গুণ ঋণ বেড়েছে। এই সংকট কাটানোর একমাত্র উপায় যুদ্ধ বন্ধ। শিগগিরই সংঘাত না থামালে ভয়ংকর পরিস্থিতি তৈরি হবে বলেও সতর্ক করছেন অর্থনীতিবিদরা।

ইসরায়েলের অর্থনীতিবিদ জ্যাকব শেইনিন বলেন, আমাদের জিডিপি তিন দশমিক সাত শতাংশ হারে বেড়েছে। যার অর্থ হচ্ছে চলতি বছর আমরা ১৪ বিলিয়ন ডলার জিডিপি হারিয়েছি। এটা কেবল জিডিপির হিসাব। এর বাইরেও আমরা অনেক কিছু হারাচ্ছি, ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। শিগগিরই যুদ্ধ না থামালে সব হারাতে হবে।

এছাড়াও কোভিডকালীন ২ বছরে দেশটিকে যে ক্ষতির সম্মুখীন হতে হয়েছিলো, সংঘাতের ১১ মাসেই সেই রেকর্ড ছুঁই ছুঁই বলেও মন্তব্য করেছেন অনেকে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2024

Design & Developed BY আজকের চিত্র